চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৯ জুন। বুধবার (২৭ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড এ পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে।
সূচি অনুযায়ী, আগামী ১৯ জুন তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হবে। প্রথমদিনে হবে বাংলা প্রথমপত্র। শেষ হবে ৬ জুলাই।
বুধবার (২৭ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলামের স্বাক্ষর করা সময়সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া হলেও করোনা মহামারির কারণে এ বছর তা পিছিয়ে দেওয়া হয়।
এ পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের জন্য মানতে হবে ১৪টি নির্দেশনা। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।