logo
আপডেট : ২৮ এপ্রিল, ২০২২ ১৪:৪১
১০ বছর পর্যন্ত চলতে পারে ইউক্রেন যুদ্ধ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

১০ বছর পর্যন্ত চলতে পারে ইউক্রেন যুদ্ধ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ ১০ বছর ধরে চলতে পারে বলে পশ্চিমাদের সতর্ক করে দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। স্থানীয় সময় বুধবার একটি অনুষ্ঠানে তিনি এমনটি বলেন। 

পশ্চিমাদের সতর্ক করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হলে ইউরোপ জুড়ে আরও দুর্দশা বাড়বে। বিশ্বজুড়ে ভয়াবহ অবস্থা তৈরি হবে।

ট্রাস বলেছেন, ‘ইউক্রেনে দীর্ঘ যুদ্ধ হতে পারে। আর ইউরোপকে এই জন্য প্রস্তুত থাকতে হবে।’

পুতিনকে ইউক্রেনের ভূখণ্ড দখল করতে দিলে তিনি জর্জিয়া এবং মলদোভাতেও আক্রমণ শুরু করবেন বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ কর্মকর্তারা।

পুতিনকে ‘মরিয়া দুর্বৃত্ত অপারেটর’ বলে আখ্যায়িত করে লিজ ট্রাস ভাষণে বলেন, ‘তাঁর আগ্রাসন প্রতিরোধের সঙ্গে মোকাবিলা করা উচিত।’

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ ব্রিটেন ও তার মিত্রদের উচিত পুরো ইউক্রেন থেকে রাশিয়াকে বের করার জন্য আরও দ্রুত এগিয়ে যাওয়া’।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু এখনো জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল ইউরোপের বিভিন্ন দেশ।

সূত্র: বিবিসি