logo
আপডেট : ২৮ এপ্রিল, ২০২২ ১৭:০২
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ
সিরাজগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

ঈদযাত্রায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। চার লেনের উন্নয়নমূলক কাজ চলমান থাকায় এ মহাসড়কের পাঁচ পয়েন্টে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

বৃহস্পতিবার সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। চার লেনের রাস্তা প্রশস্তকরণের কাজ ও ফ্লাইওভার কাজ চলমান থাকায় যানজটপ্রবণ মুলিবাড়ি, কড্ডা, নলকা, পাচলিয়া ও চান্দাইকোনা পয়েন্টে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘এই মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার যানবাহন চলাচল করে এবং ঈদের সময় এর মাত্রা বেড়ে ৩০ থেকে ৩৫ হাজারে দাঁড়ায়। মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও যানযট নিরসনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রায় ৪০০ পুলিশ মোতায়েন থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১৫০ জন করে তিনভাগে বিভক্ত হয়ে পালাক্রমে দায়িত্ব পালন করবেন।’