ঝালকাঠিতে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ মাসুদুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত জুয়েল মোল্লা (৩২) ঝালকাঠি সদরের কিস্তাকাঠি এলাকার বাসিন্দা। তিনি এখনো পলাতক। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথিপত্র ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৪ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঝালকাঠি পৌর শহরের কৃষ্ণকাঠি কবিরাজবাড়ি এলাকায় সদর থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালায় । এতে ২০০ বোতল ফেন্সিডিলসহ গাড়িচালক জুয়েল মোল্লা আটক হন।
এ ঘটনায় পরের দিন উপ-পরিদর্শক আশিকুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করেন। একই বছরের ১৬ নভেম্বর সদর থানার উপ-পরিদর্শক গৌতম কুমার ঘোষ এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২০১৬ সালের ২৮ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আ স ম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসামির অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়। যেদিন সে গ্রেফতার হবে সেদিন থেকে এ রায় কার্যকর হবে।’