logo
আপডেট : ২৮ এপ্রিল, ২০২২ ১৯:৩৮
নেত্রকোনায় ২৪ হাজার ৪৮৪ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ২৪ হাজার ৪৮৪ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার

নেত্রকোনায় এ বছর সরাসরি কৃষকদের কাছ থেকে ১ হাজার ৮০ টাকা মণ দরে ২৪ হাজার ৪৮৪ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে সরকার। এ জন্য জেলার ১০ উপজেলায় ব্যাপক প্রচারণাসহ নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে এসব তথ্য জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান।

এর আগে দুপুরে নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার উকিলপাড়া খাদ্য গুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান, নেত্রকোনা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকিসহ অনেকে।