logo
আপডেট : ২৮ এপ্রিল, ২০২২ ২০:৪৮
যুদ্ধ অযৌক্তিক, অশুভ: কিইভে ধ্বংসাবশেষ দেখে জাতিসংঘ মহাসচিব

যুদ্ধ অযৌক্তিক, অশুভ: কিইভে ধ্বংসাবশেষ দেখে জাতিসংঘ মহাসচিব

ইউক্রেইন সফরে গিয়ে রাজধানী কিইভের চারপাশে যুদ্ধবিধ্বস্ত জায়গাগুলো ঘুরে দেখেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় তিনি এমন যুদ্ধ অযৌক্তিক এবং অশুভ বলে মন্তব্য করেন।

কিইভের যে জায়গাগুলো গুতেরেস ঘুরে দেখেছেন, সেগুলো এর আগে দখলে রেখেছিল রুশ সেনারা।

তিনি কিইভের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বোরোদিয়াঙ্কায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সেখানে রুশ বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে ক্ষয়ক্ষতি হয়েছে। গুতেরেস সেইসব ধ্বংসাবশেষ ঘুরে দেখেন।

এসময় গুতেরেস বলেন, `আমি যখন বিধ্বস্ত ভবন দেখছি, সেই বিধ্বস্ত বাড়িতে আমি আমার পরিবারকে কল্পনা করলাম, সব অন্ধকার। আমি দেখছি, আমার নাতি নাতনিরা আতঙ্কে দৌড়ে পালাচ্ছে। আর পরিবারের কিছু সদস্য নিহত হয়েছে।‘

`একবিংশ শতাব্দীতে এসেও এমন যুদ্ধ অযৌক্তিক। যুদ্ধ খারাপ, যখন আপনি এ অবস্থা দেখেন; তখন আমাদের হৃদয় এই পরিস্থিতির শিকার হওয়াদের সঙ্গে থাকে। সেইসব পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা থাকে। একবিংশ শতাব্দীতে এসে ‍যুদ্ধ কোনওভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।‘

সূত্র: বিবিসি