logo
আপডেট : ২৯ এপ্রিল, ২০২২ ১২:০১
‘রং সাইড দিয়ে’ রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক

‘রং সাইড দিয়ে’ রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

রাজধানীর বনানী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবির (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে বনানী ফ্লাইওভারের নিচে স্টাফ রোডের মুখে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নাজমুল হক জানান, রেলক্রসিংয়ে দুই দিকের গেট নামানো ছিল। তখন ওই যুবক রং সাইড দিয়ে গেটের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত আবির মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় থাকতেন বলে জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।