logo
আপডেট : ২৯ এপ্রিল, ২০২২ ১২:১৭
কমলাপুরের আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

কমলাপুরের আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণ কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে ইব্রাহীম খলিল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে মতিঝিল থানা পুলিশ দক্ষিণ কমলাপুরের শাহপরান আবাসিক হোটেলে থেকে তার মরদেহ উদ্ধার করে। 

মতিঝিল থানার ডিউটি অফিসার (এসআই) মুক্তার হোসেন জানান, ইব্রাহীম খলিল বুধবার (২৭ এপ্রিল) রাতে ওই হোটেলের ২১৭ নম্বর কক্ষে ওঠেন। বৃহস্পতিবার হোটেল কর্মচারীরা তার কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন। রাত ৯টার দিকে কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য মেরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ইব্রাহীম খলিল দুই দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন বলে স্বজনরা জানিয়েছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।

ইব্রাহিম খলিলের মামা মো. ইউসুফ জানান, তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপা গ্রামে। বাবার নাম তাজুল ইসলাম। কমলাপুরে একটি ইলেকট্রিক দোকানে কাজ করতেন তিনি। থাকতেন একটি মেসে। অবিবাহিত ছিলেন ইব্রাহীম খলিল।

কী কারণে তিনি হোটেলে উঠেছিলেন এবং আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি স্বজনরা।