logo
আপডেট : ৩০ এপ্রিল, ২০২২ ২০:৪৩
অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি বোরহান উদ্দিন
নিজস্ব প্রতিবেদক

অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি বোরহান উদ্দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি, সুপ্রিম কোর্টের নিজস্ব ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সুপ্রিম কোর্টে টানা ১৭ দিনের ছুটি চলছে। ২৯ এপ্রিল থেকে এ ছুটি শুরু হয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত ছুটি থাকবে সুপ্রিম কোর্টে। ১৬ মে সুপ্রিম কোর্ট নিয়মিতভাবে বসবে। এ ছুটির মধ্যে জরুরি মামলা নিষ্পত্তির জন্য আপিল বিভাগের চেম্বার জজ হিসেবে বিচারপতি বোরহান উদ্দিনকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বিচারপতি বোরহান উদ্দিন আগামী ৫ থেকে ১২ মে পর্যন্ত চেম্বার জজ হিসেবে বিচারকাজ পরিচালনা করবেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞার স্বাক্ষরে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি বোরহান উদ্দিন আগামী ৯ মে এবং ১১ মে সকাল ১১টা থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি গ্রহণ করবেন।