চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোম অথবা মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন হবে দেশজুড়ে। এরইমধ্যে ঈদের ছুটিতে চলে গেছে পুরো দেশ। তবে রাজধানীর পশ্চিমাংশের বাসা-বাড়িতে এবারের ঈদে গ্যাস সংকটে ভুগতে হতে পারে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে এক জরুরি বার্তায় জানানো হয়েছে, গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ কারণে ঈদের মধ্যে ৪৮ ঘণ্টা ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে। এর মধ্যে গাবতলী সেতুর ওপারে গ্যাস থাকবে বন্ধ। এজন্য গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমণ্ডি এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।