logo
আপডেট : ১ মে, ২০২২ ০৯:০২
রিয়ালের মাদ্রিদের লিগ জয়
ক্রীড়া ডেস্ক

রিয়ালের মাদ্রিদের লিগ জয়

দরকার ছিল মাত্র এক পয়েন্টের। কিন্তু রিয়াল মাদ্রিদ এক পয়েন্টে সন্তুষ্ট থাকেনি। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় এস্পানিওলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এমন জয়ের দিনে তারা শিরোপা জয়ের উৎসব করেছে। লিগে চার ম্যাচ হাতে রেখেই তারা এবারের শিরোপা নিশ্চিত করেছে।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচের আগে রিয়ালের দারুণ জয় এটি। সেমিফাইনালের প্রথম লেগে হারের পর ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তি আবার ফিরে পাবে তারা। আগামী বুধবারের এ ম্যাচকে সামনে রেখে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি দলে একাধিক পরিবর্তন এনেছিলেন। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে শুধুমাত্র থিবু কর্তোয়া, লুকা মডরিচ ও রদ্রিগো দলে ছিলেন। পরে অবশ্য বদলি হিসেবে করিম বেনজেমা, ভিনিসিয়াসরা মাঠে নেমেছেন।

ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো প্রথমার্ধে রিয়ালের জয় নিশ্চিত করেন। বিরতির আগেই তিনি জোড়া গোল করেন। মার্কো অ্যাসেনসিও তৃতীয় গোলের পর বদলি খেলোয়াড় করিম বেনজেমা স্কোরশিটে নাম লেখান।

এ জয়ের ফলে ৩৪ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮১। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৬৪। আর ৩৩ ম্যাচ খেলা বার্সেলোনা পয়েন্ট ৬৩। ফলে সেভিয়াকে টপকে বার্সেলোনার সামনে এখন দ্বিতীয় হওয়ার সুযোগ রয়েছে। ১ মে রাতে মায়োর্কার বিপক্ষে নিজেদের মাঠে খেলা তাদের। আর সেখানেই ভয় বার্সেলোনার সমর্থকদের। যেখানে নিজেদের মাঠের খেলায় স্বস্তিতে থাকার কথা সেখানে বার্সেলোনার সর্মথকরা রয়েছে আতঙ্কে। কেননা নিজেদের মাঠে বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না। এরই মধ্যে লজ্জার রেকর্ডও গড়েছে। নিজেদের মাঠে টানা তৃতীয় ম্যাচ হেরেছে তারা।