logo
আপডেট : ১ মে, ২০২২ ১০:০৫
ম্যানসিটি আবার শীর্ষে
ক্রীড়া ডেস্ক

ম্যানসিটি আবার শীর্ষে

দূর্দান্ত ফর্মে থাকা লিভারপুলের সামনে রয়েছে লিগ জয়ের হাতছানি। সে জন্য নিজেদের বাকি ম্যাচগুলোতে তাদের জয় পেতে হবে। একই সঙ্গে ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারানোর অপেক্ষায় থাকতে হবে। তাহলেই লিভারপুল শিরোপা উৎসব করার সুযোগ পাবে। কিন্তু ম্যানসিটি তাদের সে সুযোগটাই দিচ্ছে না।

শনিবার লিভারপুল ও ম্যানসিটি উভয় দলই মাঠে নেমেছিল। ম্যানসিটির আগে নেমেছিল লিভারপুল। নিজেদের ম্যাচে তারা ১-০ গোলে নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল। কিন্তু ম্যানসিটি মাঠে নেমে তাদের আবার দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়েছে। ম্যানসিটি আরেক ইউনাইটেড লিডস ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। ফলে লিভারপুলকে হতাশায় ডুবতে হয়।

বড় ব্যবধানে হারলেও ম্যানসিটিকে একটা পর্যায় পর্যন্ত বেশ ভালোভাবে আটকে রেখেছিল লিডস ইউনাইটেড। বিশেষ করে ১৩ মিনিটের সময় রদ্রির গোলে ম্যানসিটি এগিয়ে গেলেও দ্বিতীয় গোল পেতে তাদের লম্বা সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। ৫৪ মিনিটে নাথান আকের গোলে সফরকারী ম্যানসিটি দুই গোলে এগিয়ে যায়। আকের গোলের সঙ্গে সঙ্গে লিভারপুলের মুখের হাসি অনেকটা ম্লান হয়ে যায়। কেননা এ গোলের সঙ্গে সঙ্গে লিভারপুলের আবার দ্বিতীয় স্থানে নেমে আসাটা নিশ্চিত হয়ে যায়। ৭৮ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস এবং ৯৩ মিনিটে ফের্নানদিনহো গোল করে একদিকে ম্যানসিটির জয় যেমন নিশ্চিত করেন। তেমনি লিভারপুলের হতাশা বাড়িয়ে দেন।

ম্যানচেস্টার সিটি ৮৩ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। সমান ৩৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮২। মূলত এই দুই দলের মধ্যে এখন প্রিমিয়ার লিগের শিরোপার দৌড় সীমাবদ্ধ হয়ে পড়েছে।