logo
আপডেট : ১ মে, ২০২২ ১১:৫৯
'ইউক্রেন যুদ্ধে ২৩ হাজারের বেশি রুশ সেনা নিহত'
আন্তর্জাতিক ডেস্ক

'ইউক্রেন যুদ্ধে ২৩ হাজারের বেশি রুশ সেনা নিহত'

সংগৃহীত ছবি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ২৩ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, 'অনর্থক আক্রমণ করে রাশিয়া নিজেদের ২৩ হাজারের বেশি সেনা সদস্যকে হারিয়েছে। সামনের দিনগুলোতে আরও কয়েক হাজার রুশ সেনা প্রাণ হারাবেন এবং আরও কয়েক হাজার সেনা সদস্য আহত হবেন।'

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিজেদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলেনস্কি বলেন, 'রাশিয়ার এক হাজারের বেশি ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেন। এ ছাড়া দেশটির দুইশ প্লেন এবং প্রায় আড়াই হাজার সামরিক যান এই সংঘাতে ধ্বংস হয়েছে।'

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে এখন পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত দুমাসের যুদ্ধ-সংঘাতে ইউক্রেনে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এক কোটি ২৭ লাখ মানুষ।