logo
আপডেট : ২ মে, ২০২২ ১৬:৪৪
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশেও আজ উদ্‌যাপিত হচ্ছে ঈদ। খবর আরব নিউজ

আরব নিউজ জানায়, আজ সকালের শুরুতে শত শত মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করতে মক্কা ও মদিনায় জড়ো হন। মক্কার মসজিদুল হারামে নামাজের ইমামতি করেন ইমাম শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ।

মদিনায় মসজিদে নববিতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স ফায়সাল বিন সালমান বিন আবদুল আজিজ এবং ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন খালিদ আল-ফায়সাল।

সংযুক্ত আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে বলে জানিয়েছে গালফ নিউজ। সকালের দিকেই মুসল্লিরা মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন।

কাতারেও আজ ঈদ উদ্‌যাপিত হচ্ছে। সকালে আল-ওয়াজবাহ ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দ্য পেনিনসুলা আরও জানায়, এ সময় অন্যদের মধ্যে শেখ জসিম বিন হামাদ আল থানি, আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি প্রমুখও সেখানে ঈদের নামাজ আদায় করেন।