চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কসমেটিকসের দোকানে আগুন লেগেছে। এতে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক সোহাগ আলী। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার শ্যামপুর চামা বাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে।
কসমেটিকস দোকানের মালিক সোহাগ আলী বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলাম। সকালে এসে দেখি আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানে প্রায় ৮-১০ লাখ টাকার মালামাল ছিল, সব পুড়ে গেছে।
তিনি আরও বলেন, গত দুই বছর আগে আমার বাবা অসুস্থ হয়ে মারা গেছে। সেই থেকে পরিবারের দায়ীত্ব নিতে এই দোকান গড়ে তুলেছিলাম। কিন্তু ১০ মিনিটের আগুনে সব স্বপ্ন শেষ।
সোহাগের দোকানের পাশের এক স্টুডিও মালিক জানান, সকাল ৮টার দিকে সোহাগের দোকানে তারা আগুন দেখতে পান। পরে স্থানীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাই ফায়ার সর্ভিসকে খবর দিয়েও পরে আসতে নিষেধ করা হয়।
শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘সোহাগের বাড়ি আমার গ্রামেই। তার বাবা মারা যাওয়ার পর খুব কষ্টে দোকানটা গড়ে তুলেছিল কিন্তু ১০ মিনিটের আগুনে সব পুড়ে গেছে।