logo
আপডেট : ৭ মে, ২০২২ ১৭:১৩
খাদ্যপণ্যের বাণিজ্য মুনাফাখোর সিন্ডিকেটের হাতে দেয়া যাবে না: বাসদ
নিজস্ব প্রতিবেদক

খাদ্যপণ্যের বাণিজ্য মুনাফাখোর সিন্ডিকেটের হাতে দেয়া যাবে না: বাসদ

বাসদের লোগো

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা এক বিবৃতিতে বলেন, রেকর্ড ভেঙে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বেড়েছে খোলা বাজারে তেলের দাম, পাম ওয়েলের দাম।

শনিবার (০৭ মে) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বারবার বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির দোহাই দেয়া হচ্ছে, অথচ ভোজ্যতেল আমদানির জন্য সরকার আমদানি শুল্ক হ্রাস করেছেন। এসকল সুবিধা দেয়ার পরও ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানো থামাচ্ছেন না।

বিবৃতিতে আরো বলা হয়, সরকার একদিকে ব্যবসায়ীদের স্বার্থে দফায় দফায় দাম বাড়াচ্ছে, আবার বাজার নিয়ন্ত্রণেও ব্যর্থ হয়েছে। ব্যবসায়ীদের ঈদের পর দাম বাড়ানোর মৌখিক আশ্বাস দিয়েছিলেন। সেই প্রেক্ষিতেই তেল মজুত করেছে ব্যবসায়ীরা। মজুত করার কারণে ঈদের আগেই বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হয় এবং প্রতি লিটারে ২৫ থেকে ৩০ টাকা সেসময়ই বেড়ে যায়।

এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিসহ করে তুলেছে। আমরা ভোজ্যতেলসহ সকল খাদ্যপণ্যের রাষ্ট্রীয় বাণিজ্য চাই।

খাদ্যপণ্যের বাণিজ্য মুনাফাখোর সিন্ডিকেটের হাতে তুলে দেয়া যাবে না। আমরা এই মুহূর্ত থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ভোজ্যতেল আমদানি করার দাবি করছি।