রাশিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের ইন্টার্নশিপের সুযোগ দিতে যাচ্ছে দেশটি। রাশিয়ার নেতৃস্থানীয় চিকিৎসা ও বৈজ্ঞানিক কেন্দ্রগুলোতে বাংলাদেশের চিকিৎসকদের অনুশীলনের জন্য ইন্টার্নশিপের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। রুশ ফেডারেশনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কর্মসূচি বাস্তবায়ন করবে।
রোববার (৮ মে) ঢাকায় রাশিয়ার দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, শিক্ষামূলক কার্যক্রমটির অর্থায়ন সম্পূর্ণরূপে রাশিয়ার পক্ষ থেকে করা হয়। এছাড়াও বাঙালি বিশেষজ্ঞদের ন্যূনতম খরচে বসবাসের সুবিধা, পাশাপাশি ভাষাগত সহায়তার বিষয়গুলি কার্যকর করা হচ্ছে।
ইন্টার্নশিপের ভিত্তি নির্ধারণ করতে প্রশিক্ষণের ক্ষেত্র এবং প্রয়োজনীয় দক্ষতার তালিকাসহ দূতাবাসের ইমেইলে ([email protected]) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।