সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার (৯মে) সিংহভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির মধ্য দিয়ে উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে। একই সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি বাড়তে দেখা যাচ্ছে বাজার মূলধনও। লেনদেন ও রয়েছে সন্তোষজনক অবস্থায়।
বেলা ১১ টায় এই প্রতিবেদন লেখা লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৭০০ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এদিকে এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানির মধ্য দর বেড়েছে ২৬৬ টির, কমছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির শেয়ারদর।
অন্যদিকে লেনদেনের দৌড়ে এগিয়ে রয়েছে ন্যাশনাল ফিড, এসিআই, এএফসি এগ্রো, শাইনপুকুর সিরামিক, ফার কেমিক্যাল, প্রভাতি ইন্সুরের, জিল বাংলা সুগার, এপেক্সফুট, প্রগ্রেসিভ ইন্সুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, বিডিকমসহ আরো কিছু কোম্পানি।
ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসর) সূচকের ঊর্ধ্বমুখীধারায় লেনদেন চলছে। একই সঙ্গে বাড়তে দেখা যাচ্ছে সিংহভাগ কোম্পানির শেয়ার দর। বেলা ১১ টা পর্যন্ত এখানে ১৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।