সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট করে ভাইরাল হওয়া পাবনার সেই ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুলকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা সংলগ্ন গ্র্যান্ড তোফা হল ভবনে অভিযান চালিয়ে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের সাগরপাড়া এলাকার পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে র্যাব-৫ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার রাতুল পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামের মোস্তফা কামালের ছেলে। ওই ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। এ ছাড়া তিনি সদ্য বিলুপ্ত পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ছিলেন।
সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, পিস্তল হাতে ছবি তুলে গত বৃহস্পতিবার ফেসবুকে আপলোড করে ভাইরাল হন রাতুল। এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকে র্যাব ছায়া তদন্ত শুরু করে ও তাকে ধরতে অভিযান শুরু করে। রোববার রাতে রাজশাহীর গ্র্যান্ড তোফা হল ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর সাগরপাড়া মহল্লার পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব অধিনায়ক আরো বলেন, ‘রাতুল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য নিজের কাছে পিস্তল রাখতেন। তিনি পাবনায় বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন। আগ্নেয়াস্ত্র থাকার কথাটি সবাইকে জানাতে ফেসবুকে ছবি দেয় রাতুল।’
রাতুলের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।