দেশে গত ৪ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (০৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানান, জানুয়ারিতে ২৮ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মার্চে ২৮ জন এবং এপ্রিলে ৩৫ জনের মৃত্যু হয়েছে।
বিভাগ হিসেবে-সিলেটে ২ জন, বরিশালে ৩ জন, চট্টগ্রামে ১২ জন, রংপুরে ২ জন, ঢাকায় ১১ জন, মংমনসিংহে ১১ জন, রাজশাহী ৩১ জন ও খুলনায় ২১ জনের মৃত্যু হয়েছে।
ডায়রিয়া যাতে না হয় সেজন্য খোলা,পচা ও বাসি খাবার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশুদ্ধ পানি পান ও ব্যবহার নিশ্চিত করার, খাওয়ার পূর্বে ও টয়লেটের পরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডায়রিয়া হলে পর্যাপ্ত পরিমাণে খাবার স্যালাইন পান করতে হবে। বেশি বেশি তরল খাবার গ্রহণ করতে হবে। ডায়রিয়া আক্রান্ত শিশুকে বারবার মায়ের দুধ খাওয়াতে হবে।
ডায়রিয়া বেশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।