logo
আপডেট : ৯ মে, ২০২২ ১৭:৪৬
স্ত্রী ও দুই মেয়েকে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই অভিযোগপত্র দাখিল
মানিকগঞ্জ প্রতিনিধি

স্ত্রী ও দুই মেয়েকে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই অভিযোগপত্র দাখিল

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্ত্রী ও দুই মেয়েকে গলাকেটে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার আসাদুজ্জামান রুবেলকে (৪২) একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ঘিওর থানা পুলিশ। সোমবার বিকেল চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

তিনি বলেন, ‘উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আসাদুজ্জামান রুবেল শনিবার রাত আনুমানিক সাড়ে তিনটা থেকে ভোর সাড়ে পাঁচটার মধ্যবর্তী সময় ঘুমিয়ে থাকা নিজ স্ত্রী ও দুই মেয়েকে প্রথমে দেশীয় অস্ত্র দা দিয়ে আঘাত করে বালিশ চাপা দেয়। তারপর সেই দা দিয়ে তার স্ত্রী ও দুই মেয়েকে গলাকেটে হত্যা নিশ্চিত করে।‘

তিনি আরো বলেন, ‘রোববার সকালে স্থানীয়রা খবর দিলে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো দাসহ রক্তমাখা জামাকাপড় উদ্ধার করে পুলিশ।’

‘এ ঘটনার পরই ঘিওর থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আসাদুজ্জামান রুবেলকে গ্রেপ্তার করে। পরে রুবেলকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।’

রুবেল আঙ্গারপাড়া গ্রামের বারেক আলীর ছেলে। তিনি পেশায় একজন ফার্মেসি ব্যবসায়ী ও দন্ত চিকিৎসক ছিলেন। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন।

ফার্মেসি ব্যবসার পাশাপাশি ডেন্টালের ওপর প্যারামেডিক্যাল কোর্স করে উপজেলার বানিয়াজুরি বাজারে দাঁতের চিকিৎসা করতেন রুবেল। সপ্তাহ খানেক আগে এক রোগীর দাঁতের ভুল চিকিৎসার কারণে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। সেই টাকার চিন্তা ও আগে অনেক টাকা ঋণ থাকায় হতাশাগ্রস্ত হয়ে এই হত্যা করেন তিনি।

নিহত লাভলী আক্তার (৩৫) গৃহিণী ছিলেন। বড় মেয়ে ছোঁয়া আক্তার (১৬) বানিয়াজুরি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরিক্ষার্থী ও ছোট মেয়ে কথা আক্তার বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।