অর্থ পাচারের অভিযোগের মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন।
সোমবার (৯ মে) রাষ্ট্রপক্ষের আবেদনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. অজিউল্লাহ।
গত ২৮ এপ্রিল গোল্ডেন মনিরের জামিন মঞ্জুর করে আদেশ দেয় হাইকোর্ট। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এর আগে গত ১১ এপ্রিল হাইকোর্টের পৃথক আরেকটি বেঞ্চ মনিরের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেয়। আর তিন মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র দাখিল করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেয়া হয়। এই তথ্য গোপন করে নতুন জামিন আবেদন করেছিলেন মনির।
অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে মনির, স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনসহ ১০ জনকে আসামি করে ২০২০ সালের ১১ মে বাড্ডা থানায় মামলা করে সিআইডি। এ মামলায় ওই বছরের ২১ নভেম্বর মনিরকে গ্রেপ্তার করা হয়।