logo
আপডেট : ৯ মে, ২০২২ ২০:৫২
বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার মান বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী
ঢাবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার মান বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী

বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের স্বীকৃতি পেতে হলে অবশ্যই গবেষণার মান বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, ’আজকের দুনিয়াতে আমাদের বিশ্ববিদ্যালয়কে যদি বিশ্বমানের স্বীকৃতি পেতে হয়, তাহলে অবশ্যই গবেষণায় ভালো করতে হবে। সেখানে মুক্তবুদ্ধির চর্চা এবং শিক্ষার মান আরো বাড়াতে হবে।'

সোমবার (৯মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে ১২ দিনব্যাপী 'ম্যাথমেটিক্যাল ইপিডেমিওলজি/বায়োলজি' শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, 'বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান চর্চা নয়, নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্রও। সেই নতুন জ্ঞান সৃষ্টির জন্য যে গবেষণার প্রয়োজন, সেই গবেষণায় আমরা অনেক বেশি মনোনিবেশ করব বলে প্রত্যাশা করছি। আজকের দুনিয়াতে আমাদের বিশ্ববিদ্যালয়কে যদি বিশ্বমানের স্বীকৃতি পেতে হয়, তাহলে অবশ্যই গবেষণায় ভালো করতে হবে। সেখানে মুক্তবুদ্ধির চর্চা এবং শিক্ষার মান আরো বাড়াতে হবে।’

তিনি বলেন, 'আমরা যদি গ্র্যাজুয়েট তৈরি করি যার সাথে কর্মজগতের কোনো মিল নেই, তাহলে আমরা খুব একটা ভালো করব না। তাই কারিকুলাম প্রণয়ন থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সাথে একটা যোগসূত্র তৈরি করতে হবে। সেটি করা যদিও সহজ নয়, তবুও আমাদেরকে চেষ্টা অব্যাহত রাখতে হবে।'

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, 'বিজ্ঞানের মূল হচ্ছে ম্যাথমেটিকস। গণিত ছাড়া আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না। আমাদেরকে সকল ক্ষেত্রেই কোনো না কোনোভাবে গণিতের দ্বারস্থ হতে হয়।’

প্রোগ্রামের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন 'CIMPA' এর আঞ্চলিক সমন্বয়ক অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার।

আরো বক্তব্য রাখেন-ফ্রান্স দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্সের প্রধান নির্বাহী গুইলামে অড্রেন ডে কারড্রেল, এ এফ মজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি মিসেস খুশি কবির ও CIMPA এর আন্তর্জাতিক কো-অর্ডিনেটর স্পেনের অধ্যাপক ড. জর্জ মোজো ফার্নান্দেজ।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিউর এন্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিকস বা CIMPA হচ্ছে ফ্রান্স, সুইজারল্যান্ড,স্পেন ও নরওয়ের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উন্নয়নশীল দেশে গণিত বিষয়ক গবেষণা জোরদার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।