logo
আপডেট : ১০ মে, ২০২২ ১৪:৩৭
মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ মার্কিন ডলার
নিজস্ব প্রতিবেদক

মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ মার্কিন ডলার

সংবাদ সম্মেলনে কথা বলছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

দেশে মানুষের মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ মার্কিন ডলার। ২ হাজার ৫৯১ মার্কিন ডলার থেকে বেড়ে তা ২ হাজার ৮২৪ মার্কিন ডলার হয়েছে।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

মঙ্গলবার (১০ মে) শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, গত বছরে (২০২০-২১) দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ মার্কিন ডলার বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা।

চলতি ২০২১-২২ অর্থবছরে (মার্চ পর্যন্ত) বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা টাকার হিসাবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা।

একই সময়ে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। গত বছর যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।