logo
আপডেট : ১১ মে, ২০২২ ১৪:৩৩
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ মে) সিংহভাগ কোম্পানির শেয়ারের দর কমার মধ্য দিয়ে উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে।

তবে আগের কার্যদিবসের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এদিন কমতে দেখা যাচ্ছে বাজার মূলধনও। তবে লেনদেন রয়েছে সন্তোষজনক অবস্থায়।

বেলা ১১ টায় এই প্রতিবেদন লেখা লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৬৬ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এদিকে এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানির মধ্য দর বেড়েছে ১২১ টির, কমছে ১৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির শেয়ারদর।

অন্যদিকে লেনদেনের দৌঁড়ে এগিয়ে রয়েছে এসিআই ফরমুলেশন, শাইনপুকুর সিরামিক,বঙ্গজ, ন্যাশনাল ফিড, মেঘনা পিইটি,মেঘনা কনডেন্সড মিল্ক, বিডি ফাইন্যান্স,দুলামিয়া কটন, বে লিজিং, পূবালী ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সসহ আরো কিছু কোম্পানি।

ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছে। একই সঙ্গে এখানেও কমতে দেখা যাচ্ছে সিংহভাগ কোম্পানির শেয়ার দর।

বেলা ১১ টা পর্যন্ত এখানে ১৪কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।