ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং কিওন বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কোরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ যাত্রা শুরু হয়েছিল ১৯৭৯ সালে। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের ৮০ শতাংশ এ খাতে। বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগে ৪ লাখের ওপর মানুষের কর্মসংস্থান হয়েছে। সেই সঙ্গে হয়েছে নারীর ক্ষমতায়নও।
বৃহস্পতিবার (১২ মে) ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বর্তমানে বিশ্ব একটি ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জে মোকাবিলা করছে। আর এ চ্যালেঞ্জ শুধু আঞ্চলিক দিক থেকেই নয়, দ্বিপক্ষীয় সম্পর্কেও প্রভাব সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কে চ্যালেঞ্জের চেয়ে আরও কাছে থেকে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
লি জং কিওন বলেন, বিশ্বে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি সবার জন্য অনেক চ্যালেঞ্জের সৃষ্টি করেছে। যা শুধু আঞ্চলিক ভাবেই নয়, দ্বিপক্ষীয় সম্পর্কেও চ্যালেঞ্জের সৃষ্টি করেছে। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাধা সৃষ্টি হয়েছে। এ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে আমাদের একে অপরের সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, আমি মনে করি, বর্তমান এ ভূ-রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কে চ্যালেঞ্জের চেয়ে আরও কাছে থেকে কাজ করার সুযোগ তৈরি করেছে। সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্কের ভবিষ্যত উজ্জল।