logo
আপডেট : ১২ মে, ২০২২ ২০:০৮
ডেল্টা প্ল্যান টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে: পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

ডেল্টা প্ল্যান টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে: পরিকল্পনামন্ত্রী

বাংলার গাঙ্গেয় ব-দ্বীপ এর দক্ষিণ-পশ্চিম অংশ (ফাইল ফটো)

ডেল্টা প্ল্যান দেশের টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ডেল্টা বা দেশের উন্নয়নের শতবর্ষী এই পরিকল্পনায় বন্যা, নদী ভাঙন রোধ বিশেষ গুরুত্ব পাওয়ায় প্রাকৃতিক দূর্যোগে দেশ কম ক্ষয়ক্ষতির মুখে পড়বে।

সাধারণ ও প্রান্তিক মানুষের বড় উপকারে আসবে।

বৃহস্পতিবার (১২ মে) রাজধানীতে এনইসি ভবনে নির্মাণাধীন ডেল্টা প্ল্যানের ওয়েব সাইট পর্যালোচনা অনুষ্ঠানে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

নেদারল্যান্ডসের আদলে গ্রহণ করা শতবর্ষী ডেল্টা প্ল্যান তথা ‘ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ কে দেশের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে দেখছে সরকার।

এই পরিকল্পনা বাস্তবায়নে বেশি আগ্রহী তিন মন্ত্রণালয়।

ডেল্টা প্ল্যানের সঙ্গে পরিকল্পনা, পানিসম্পদ, কৃষি, মৎস ও প্রাণিসম্পদ, পরিবেশ, বন এবং জলবায়ু, স্থানীয় সরকার বিভাগ, ভূমি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট।

প্ল্যানের সব তথ্য পেতে সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) নলেজ পোর্টাল উদ্বোধন করেছে। এর মাধ্যমে ডেল্টা প্ল্যান সংশ্লিষ্ট সব ধরণের তথ্য পাওয়া যাবে।

ডেল্টা প্ল্যানের তথ্যের একটা সমন্বয় সৃষ্টি হবে এই পোর্টালের মাধ্যমে। মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এই পোর্টালের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এ সময় মন্ত্রী বলেন, জিইডি নলেজ পোর্টাল উদ্বোধন একটা বিশাল পরিকল্পনা। তবে এটা আরো গভীর হওয়া দরকার।

আশা করি ডেল্টা প্ল্যানও আমরা হ্যান্ডেল করবো। এখানে সব ধরনের তথ্য থাকবে। আমরা উন্নয়নকে এগিয়ে নিতে চাই।

আলোচনায় বিশ্বাস করি। কিছু বিষয় আছে এগুলো ভেঙে আধুনিক করতে হবে। বিষয়গুলো আরো প্রাণবন্ত করতে চাই।

সবার মতামত নিয়ে কাজ করতে চাই। এটা কাজের জায়গা, ভুলের জায়গা নয়।

জিইডি নলেজ পোর্টাল উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসিমা বেগম, পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) শরিফা খান, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদ প্রমুখ।