নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রড তৈরির কারখানায় কর্মরত অবস্থায় দগ্ধ দুই শ্রমিকের মুত্যু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত শ্রমিকরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চামুরকান্দি এলাকার আবদুল করিমের ছেলে নাজমুল (২৭) ও শামীম (৩২)। তারা দুইজন আপন ভাই।
জানা যায়, গত ৮ মে রোববার রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় অবস্থিত ফ্রেশ স্টিল এন্ড রি-রোলিং মিলস নামে একটি রড তৈরির কারখানায় জেনারেটর সার্ভিসিং করার সময় বৈদ্যুতিক শক র্সাকিটে বিস্ফোরণ ঘটে। এ সময় দুই ভাই নাজমুল, শামীম ও অপর শ্রমিক বাশার দগ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে বৃহস্পতিবার দুই ভাই নাজমুল ও শামীম মারা যান। এছাড়া আহত অপর শ্রমিক মো. বাশারের অবস্থা আগের থেকে ভালো বলে জানা গেছে।
এ ব্যাপারে রড মিলটির ব্যবস্থাপনা পরিবালক মো সেলিম আহমেদ জানান, দুর্ঘটনায় আহত নাজমুল ও শামীম বৃহম্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাতে জানাযা শেষে তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এছাড়া ফ্যাক্টরির পক্ষ থেকে পরিবারটির ক্ষতিপূরণ দিতে সর্বাত্বক সহযোগিতা করা হবে।