logo
আপডেট : ১৩ মে, ২০২২ ১৫:১৫
পাটুরিয়ায় পাড়ের অপেক্ষায় ৫ শতাধিক যান
মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়ায় পাড়ের অপেক্ষায় ৫ শতাধিক যান

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা পাড়ের অপেক্ষায় রয়েছে প্রায় পাঁচ শতাধিক যানবাহন। এসব যানের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে আটকে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রাক চালক ও সহকারীদের।

পাটুরিয়া ঘাট ট্রাফিক কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টার দিকে পাটুরিয়া ঘাট এলাকার দুই টার্মিনাল তিন শতাধিক, পাটুরিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে ঢাকামুখী দুই কিলোমিটার সড়ক পর্যন্ত প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক এবং শতাধিক যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ‘সবমিলে প্রায় পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। ঘাট এলাকায় দুর্ভোগ কমাতে সকাল থেকেই ছোট-বড় মোট ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এতে পণ্যবাহী ট্রাকগুলো অপেক্ষায় থাকছে।’