আপডেট : ১৪ মে, ২০২২ ১২:৪০
বাস-প্রাইভেট কার-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৮
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
গোপালগঞ্জের কাশিয়ানীর মিল্টন বাজার এলাকায় বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৪ মে) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাজিব পরিবহন, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।