logo
আপডেট : ১৪ মে, ২০২২ ১৫:২৪
শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল
পঞ্চগড় প্রতিনিধি

শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক মাধ্যমিক বিদ্যালয়ের মৌলভি শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনতিবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং অন্যায়ভাবে শিক্ষককে বহিষ্কার করায় প্রধান শিক্ষকের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনও ঘেরাও করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে কর্মসূচি থেকে সরে যায় শিক্ষার্থীরা।

এর আগে, সকাল থেকে ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মাঠে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। একপর্যায়ে দীর্ঘ পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে মিছিল নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসবভনে হাজির হয়।

বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আক্তার জানায়, তাদের বিদ্যালয়ের সবচেয়ে ভালো শিক্ষক মোস্তফা স্যার। অথচ স্যারকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের দাবি ছিল, স্যার ছাড়া তারা ক্লাসে ফিরবেন না। যেহেতু ইউএনও স্যার বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন তাই তারা ফিরে যাচ্ছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, ‘ওই শিক্ষককে যৌক্তিক কারণে এবং বিদ্যালয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বরখাস্ত করা হয়েছ, কোনো অন্যায় করা হয়নি।’

মৌলভি শিক্ষক মোস্তফা কামাল বলেন, ‘আমি সবসময় ন্যায়সঙ্গত কথা বলি এবং অন্যায়ের প্রতিবাদ করি, এজন্য আমাকে মেনে নিতে পারেন না প্রধান শিক্ষক।’

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ বলেন, ‘প্রধান শিক্ষক আইয়ুব আলী সম্পূর্ণ অন্যায়ভাবে মৌলভি শিক্ষককে বরখাস্ত করেছেন। এর আগে, অন্যায়ভাবে এই শিক্ষকের হাজিরাও বাতিল করেছিল। তখন আমি প্রধান শিক্ষককে হাজিরা বাতিল না করার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু আইয়ুব আলী অনুরোধ না মেনে জানিয়েছিলেন, অন্য শিক্ষক এক ঘণ্টা বিলম্বে এলেও সমস্যা নেই, কিন্তু মোস্তফা কামালের এক সেকেন্ড বিলম্ব মানা হবে না।’

এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিম বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ শুনেছি। তাদেরকে একটি লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিষয়টি সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছি।’