logo
আপডেট : ১৪ মে, ২০২২ ১৮:৫৩
শিবশংকর নামে ভারতে ছিলেন পি কে হালদার
ভোরের আকাশ ডেস্ক

শিবশংকর নামে ভারতে ছিলেন পি কে হালদার

প্রশান্ত কুমার হালদার পি কে হালদার (ছবি: সংগৃহীত)

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ভারতে গ্রেপ্তার হয়েছেন। এদিকে, শিবশংকর নামে পি কে হালদার কলকাতায় ছিলেন বলে জানা গেছে।

শনিবার (১৪ মে) সকালে ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি দেশটির গোয়েন্দা সংস্থার।

জানা গেছে, প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) এবং তাঁর কিছু সহযোগীর পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অন্য সহযোগীদের মধ্যে আছেন প্রীতিশ কুমার হালদার ও প্রাণেশ কুমার হালদারসহ আরও কয়েকজন।

শনিবারও (১৪ মে) এসব অভিযান চলছে বলে জানানো হয়েছে।

ইডি বিবৃতিতে জানিয়েছে, পি কে হালদার নিজেকে শিবশংকর হালদার পরিচয় দিয়ে ভারতের বেশ কিছু সরকারি পরিচয়পত্র জোগাড় করেছিলেন। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ড, ভারতের ভোটার পরিচয়পত্র, আয়কর দপ্তরের পরিচয়পত্র পি এ এন (প্যান), নাগরিকত্বের পরিচয়পত্র আধার ইত্যাদি। প্রশান্ত হালদারের অন্য সহযোগীরা একই কাজ করেছিলেন।

ইডি জানায়, এ পরিচয়পত্রের সাহায্যে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বেশ কিছু সংস্থা (কোম্পানি) খুলেছিলেন তারা। বিভিন্ন জায়গায় জমিজমাও কিনেছিলেন। কলকাতার কিছু অভিজাত এলাকাতেও তাদের বেশ কিছু বাড়ি রয়েছে।

ইডি জানায়, পি কে হালদার বাংলাদেশে বহু কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে জড়িত। এই টাকা বিপুল পরিমাণে ভারতসহ অন্যান্য দেশে ঢোকানো হয়েছে।