logo
আপডেট : ১৬ মে, ২০২২ ০০:০০
আসিফের জীবনী নিয়ে বই

আসিফের জীবনী নিয়ে বই

সংগীতশিল্পী আসিফ আকবরের পরিবার থেকে শুরু করে জীবনের নানা চড়াই-উতরাই গল্পে এসেছে বইয়ের পাতায়। প্রকাশ পেয়েছে এই শিল্পীর জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’। গত শনিবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

আসিফ যাদের হাত ধরে তার ক্যারিয়ারের শুরু করেছেন, তাদের সঙ্গে নিয়েই বইটির মোড়ক উন্মোচন করেন। সে সময় উপস্থিত ছিলেন গীতিকার গোলাম মোর্শেদ, গায়িকা ফাহমিদা নবী, সুরকার-সংগীত পরিচালক ইথুন বাবু, গায়িকা আলম আরা মিনু, গায়ক সোহেল মেহেদী, কাজী শুভ, মুহিন মোহাম্মদ মিলন প্রমুখ।


অনুষ্ঠানে আসিফ আকবর জানান, তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ষড়যন্ত্র করে কিছু মানুষ গুজব ছড়িয়েছিল যে, তিনি রাজাকারের সন্তান। আসিফ জোর গলায় স্পষ্টভাবে বললেন, ‘আমি রাজাকারের সন্তান নই’।
সাহস প্রকাশনী থেকে প্রকাশিত ‘আকবর ফিফটি নট আউট’ বইটি লিখেছেন সোহেল অটল।