logo
আপডেট : ১৬ মে, ২০২২ ১২:১৫
সূচকের পতন দিয়ে চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক

সূচকের পতন দিয়ে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৬ মে) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে।

একইসঙ্গে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর কমতে দেখা যাচ্ছে।

এদিন কমতে দেখা যাচ্ছে বাজার মূলধনও। তবে বিক্রয় চাপে লেনদেন রয়েছে সন্তোষজনক অবস্থায়।

বেলা সাড়ে ১১ টায় এই প্রতিবেদন লেখা লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ৫০৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩২৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিকে এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানির মধ্য দর বেড়েছে ৬৩ টির, কমছে ২৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ারদর।

অন্যদিকে লেনদেনের দৌড়ে এগিয়ে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং, বিচ হ্যাচারি, সোনারগাঁও টেক্সটাইল, ফার্স্ট ফাইন্যান্স, ইমামবাটন, গোল্ডেন হারভেস্ট, সফকো স্পিনিং, শাইনপুকুর সিরামিক, গোল্ডেন সন, সিভিও পেট্রোকেমিক্যাল, বিডি ফাইন্যান্সসহ আরো কিছু কোম্পানি।

ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখীধারায় লেনদেন চলছে। একই সঙ্গে এখানেও কমতে দেখা যাচ্ছে সিংহভাগ কোম্পানির শেয়ার দর। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত এখানে ১৩কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।