২০২২-২৩ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৮৬৪ কোটি ৯৪ লক্ষ টাকা বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এই বাজেট গত ২০২০-২১ অর্থবছরের তুলনায় ১৯৮ কোটি ১৮ লক্ষ টাকা বেশি। গত বছর ঢাবিতে ইউজিসির সংশোধিত বাজেট বরাদ্দ ছিল ৬৬৬ কোটি ৭৬ লাখ টাকা।
সোমবার (১৬ মে) ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের সভাপতিত্বে ১৬২তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়।
সভায় ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২২-২৩ অর্থবছরের মূল বাজেটের বিস্তারিত দিক তুলে ধরেন ইউজিসি অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।
সভায় দেশের ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ হাজার ৪৪৪ কোটি ৪ লাখ টাকা এবং ইউজিসির জন্য ৭১ কোটি ৬৭ লাখ টাকা মিলে মোট ১০ হাজার ৫১৫ কোটি ৭১ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়।
এর মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে কম বাজেট পেয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা ৩ কোটি ৮৩ লক্ষ টাকা।
২০২১-২২ অর্থবছরের তথ্যানুযায়ী, ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সংশোধিত বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ৯ হাজার ৫৭৭ কোটি ৯১ লক্ষ টাকা। সে হিসাবে ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৯৩৭ কোটি ৮০ লক্ষ টাকা।