logo
আপডেট : ১৬ মে, ২০২২ ২০:০৪
‘পদ্মবিলে’ বিষ দিয়ে মাছ নিধন
নিজস্ব প্রতিবেদক

‘পদ্মবিলে’ বিষ দিয়ে মাছ নিধন

লিজ নিয়ে দ্বন্দ্বের জেরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বুইচিতলা গ্রামের ‘পদ্মবিলে’ বিষ প্রয়োগ করা হয়েছে। রোববার গভীর রাতের এ ঘটনায় বিলটির প্রায় ৫০ লাখ টাকার মাছ মরে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ীর।

বিষ প্রয়োগে মাছগুলো মরে ভেসে উঠায় সোমবার ভোর থেকে আশপাশের পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষ মাছ ধরতে বিলে ঝাঁপিয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ী মো. গোলাম জানান, দীর্ঘ ১৮ বছর ধরে পদ্মবিল ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন তিনি। কিছুদিন আগে মামুন ওই বিলের একাংশ লিজ নেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘লিজ নিয়ে দ্বন্দ্বের জেরে মামুন আমাদের না জানিয়ে বিলে বিষ প্রয়োগ করে। এতে আমাদের প্রায় ৫০ লাখ টাকার মাছ মারা গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’