logo
আপডেট : ১৭ মে, ২০২২ ১৩:২১
বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত
হবিগঞ্জ প্রতিনিধি

বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রুকনপুর এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ, রুকনপুরে একটি সিএনজি অটোরিকশার পেছনে দ্রুত গতির একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন পুরুষ মারা যান। এ ছাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক নারীর মৃত্যু হয়েছে।

ওসি বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এরপরই বিস্তারিত বলা যাবে।’