logo
আপডেট : ১৭ মে, ২০২২ ১৫:২৭
বাণিজ্যমন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে: দাবি বাম নেতাদের
নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে: দাবি বাম নেতাদের

জাতীয় প্রেস ক্লাবের সামনে সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য কমানোর দাবিতে গণতান্ত্রিক বাম জোটের বিক্ষোভ সমাবেশ

বাজার নিয়ন্ত্রণে নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। বাণিজ্যমন্ত্রীকে ব্যর্থার দায় নিয়ে পদত্যাগ করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম জোটের নেতারা।
 
তারা দাবি করে বলেন, অনতিবিলম্বে টিসিবির দোকান ও ট্রাক পুনরায় চালুর দাবি করেন।
 
তারা সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করে গ্রাম-শহরে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করার দাবিও জানান।
 
মঙ্গলবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য কমানোর দাবিতে বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির পূর্বে এক বিক্ষোভ সমাবেশে বাম নেতারা এসব কথা বলেন।
 
প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোটের নেতারা পল্টন হয়ে বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে গেলে জিরো পয়েন্টে সচিবালয়ের প্রবেশ মুখে পুলিশের বাধার সম্মুখীন হয়।
 
এ সময় বিক্ষোভকারিদের সাথে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
 
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুল সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের বজলুর রশীদ ফিরোজসহ অনান্যরা।