logo
আপডেট : ১৭ মে, ২০২২ ১৯:৪০
সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই রোহিঙ্গার মৃত্যু
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে দগ্ধ দুই রোহিঙ্গার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কক্সবাজার-১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন- উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট ব্লক-ডি -৪এর বাসিন্দা আজগর আলীর ছেলে নুর আলম (৫৯) ও নুর আলমের ছেলে আনোয়ার মোস্তফা (২২)।

এর আগে গত ১২মে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ডি/৪ ব্লকে নুরুল আলমের ঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নুর আলম ও আনোয়ার মোস্তফা দগ্ধ হন।