logo
আপডেট : ১৯ মে, ২০২২ ০৯:১২
জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন আউবামেয়াং
ক্রীড়া ডেস্ক

জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন আউবামেয়াং

বার্সেলোনার স্ট্রাইকার পিয়েরে ইমেরিক আউবামেয়াং আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। বুধবার তার দেশ গ্যাবন ফেডারেশন এ তথ্য জানিয়েছে।

গ্যাবন ফেডারেশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, আমরা বার্সেলোনার কাছ থেকে একটা চিঠি পেয়েছি। সেখানে তারা লিখেছে গ্যাবনের ফুটবল অধিনায়ক মঙ্গলবার অনুশীলনের সময় তার অবসরের কথা জানায়।

এদিকে গ্যাবন ফেডারেশন আউবামেয়াংয়ের চিঠির কিছু অংশ প্রকাশ করেছে। সেখানে তিনি গ্যাবনের মানুষ, তার কোচ, সতীর্থ এবং তার বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। গ্যাবনের বাবাও জাতীয় দলের খেলোয়াড় ছিলেন।

আউবামেয়াং তার চিঠিতে আরো লিখেছেন, ‘আমি ১৩ বছর জাতীয় দলের হয়ে খেলেছি। জাতীয় দলের জার্সি আমাকে গর্বিত করেছে।’

৩২ বছরের আউবামেয়াং তার ১৩ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ৭২টি ম্যাচ খেলেছেন। এ সময়ে জাতীয় দলের হয়ে তিনি ৩০ গোল করেছেন। ২০১২ সালে আফ্রিকান নেশনস কাপে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার চমৎকার কৃতিত্বে গ্যাবন কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। আন্তর্জাতিক টুর্নামেন্টে এটাই গ্যাবনের সর্বোচ্চ সাফল্য।