logo
আপডেট : ১৯ মে, ২০২২ ১১:৪৭
সূচকের পতনে চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক

সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ মে) পুঁজিবাজারে সূচকের বড় পতন দিয়ে লেনদেন চলছে।

একইসঙ্গে সিংহভাগ কোম্পানির শেয়ারের দরও কমতে দেখা যাচ্ছে। এদিন কমতে দেখা যাচ্ছে বাজার মূলধনও। তবে লেনদেন আগের চেয়ে কমে যেতে দেখা যাচ্ছে।

বেলা ১১ টায় এই প্রতিবেদন লেখা লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২২৩পয়েন্টে। লেনদেন হয়েছে ১৮৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিকে এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানির মধ্য দর কমেছে ২৯২টির, বেড়েছে ২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ারদর।

অন্যদিকে লেনদেনের দৌড়ে এগিয়ে রয়েছে মেঘনা কনডেন্সড, মিল্ক মেঘনা পিইটি,তুংহাই নিটিং, বঙ্গজ, হাক্কানি পাল্প, প্রাইম ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, নাভানা সিএনজি সহ আরো কিছু কোম্পানি।

ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী ধারায় লেনদেন চলছে। একই সঙ্গে এখানেও কমতে দেখা যাচ্ছে সিংহভাগ কোম্পানির শেয়ার দর। বেলা ১১ টা পর্যন্ত এখানে ৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।