logo
আপডেট : ১৯ মে, ২০২২ ১৮:০০
আবদুল গাফ্‌ফার চৌধুরীর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক

আবদুল গাফ্‌ফার চৌধুরীর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

আবদুল গাফ্‌ফার চৌধুরী

প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

বৃহস্পতিবার (১৯ মে) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মহান ভাষা আন্দোলনের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এর রচয়িতা আবদুল গাফফার চৌধুরী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী সৃষ্টিশীল একজন মানুষ। মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের স্বপক্ষে তাঁর সাহসী ও ক্ষুরধার লেখনী আগামী প্রজন্মকে অনুপ্রানিত করবে। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আবদুল গাফ্‌ফার চৌধুরী বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।