logo
আপডেট : ১৯ মে, ২০২২ ১৮:৫৭
বন্যহাতি হত্যার দায়ে বাবা-ছেলে কারাগারে
চট্টগ্রাম ব্যুরো

বন্যহাতি হত্যার দায়ে বাবা-ছেলে কারাগারে

বাবা মো. আবুল হাসেম ও ছেলে সাহাব উদ্দিন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতি হত্যা মামলায় বাবা মো. আবুল হাসেম ও ছেলে সাহাব উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ( ১৯ মে) চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসর্মণ করে জামিনের আবেদন করলে আদালত তাদেরকে জামিন না দিয়ে
কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও দক্ষিণ) সফিকুল ইসলাম বলেন, ‘২০১৯ সালের ১৯ নভেম্বর দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের নারিশ্চা বিটে আসামিদের অবৈধভাবে স্থাপনকৃত বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্যহাতি মারা যায়। এ ঘটনায় বাবা মো. আবুল হাসেম ও ছেলে সাহাব উদ্দিনকে আসামি করে বন্যহাতি হত্যা মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার তারা আদালতে আত্মসর্মণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।’

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর হাতি হত্যা মামলায় বাঁশখালীতে দুইজনকে কারাগারে পাঠানো হয়। তারাও সম্পর্কে বাবা-ছেলে ছিলেন।

বাংলাদেশে হাতি হত্যার অভিযোগে বাঁশখালীর পর এবার রাঙ্গুনিয়ায় বাবা-ছেলে দুইজনকে কারাগারে পাঠানো হলো।