‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’…গানের রচয়িতা, বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।
বৃহস্পতিবার বিকেলে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক তাওছিয়া তাজমিম সংবাদ মাধ্যমে শোক বার্তা পাঠান।
শোক বার্তায় তিনি বলেন, আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) এর সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
বিএইচআরএফ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
৮৭ বছর বয়সী আবদুল গাফফার চৌধুরী ১৯৭৪ সালের অক্টোবর থেকে ব্রিটেনে বসবাস করছিলেন।
তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ছিলেন।
বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় আনুমানিক ভোর ৬ টা ৪০ মিনিটে স্থানীয় বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।