logo
আপডেট : ১৯ মে, ২০২২ ১৯:০৬
ম্যাচসেরা ম্যাথুস
ক্রীড়া প্রতিবেদক

ম্যাচসেরা ম্যাথুস

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার চট্টগ্রাম টেস্ট হয়েছে ড্র। ড্র হওয়া ম্যাচেসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাব জিতেছেন বাংলাদেশের স্পিনার নাঈম ইসলাম। ম্যাচসেরা হওয়ার দৌড়ে ছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও। দুজনই পেয়েছিলেন সেঞ্চুরি। তামিম করেন ১৩৩। মুশফিক ১০৫। তবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বড় সংগ্রহের ভিত একাই গড়েন দেন ম্যাথুস। করেন ১৯৯ রান। এক রানের জন্য পাননি টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক।

সেই হতাশা ম্যাচ শেষেও ব্যক্ত করলেন ম্যাথুস, ‘হ্যাঁ, সেটা অবশ্যই হতাশার ছিল। তবে এটাই ক্রিকেট। ঈশ^র আপনাকে যা দেবে, তাই পাবেন আপনি। আমি সেই সময় এক রানের জন্যই চেষ্টা করেছিলাম’। কিন্তু পারেননি। নাঈমের বলে তিনি ক্যাচ দেন সাকিবের হাতে। টেস্ট ইতিহাসে ১২তম ক্রিকেটার হিসেবে ১৯৯ রানে আউট হন ম্যাথুস। চট্টগ্রাম টেস্ট হয়েছে ড্র। এখন দুই দলের চোখ মিরপুরে। আগামী ২৩ মে থেকে সেখানে শুরু হবে দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।