পাম তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।
বৃহস্পতিবার (১৯ মে) দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, আগামী সোমবার থেকে পুনরায় পাম তেল রপ্তানি শুরু হবে।
নিজ দেশে রান্নার তেল সংকটের স্বল্পমেয়াদী সমাধানের অংশ হিসেবে গত ২২ এপ্রিল তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন জোকো উইদোদো।
বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিংয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, দেশের ভেতরে রান্নার তেলের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এবং কৃষক ও সহযোগী শ্রমিকসহ পাম তেল খাতের ১ কোটি ৭০ লাখ মানুষের কথা বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি ২৩ মে সোমবার থেকে পাম ওয়েল রপ্তানি পুনরায় চালু হবে।
তিনি বলেন, সরকার সবকিছু নিবিড়ভাবে তদারকি করবে যাতে করে সাশ্রয়ী মূল্যে রান্নার তেলের চাহিদা মেটানো যায়।
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর উইদোদো জানিয়েছিলেন, দেশের ২৭ কোটি মানুষের জন্য রান্নার তেলের সরবরাহ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
রপ্তানি নিষিদ্ধ করার পর থেকেই পাম তেল উৎপাদনের সঙ্গে জড়িতরা রাজধানী জাকার্তাসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করে আসছিলেন।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছিলেন তারা।
প্রসঙ্গত, বিশ্বের ৬০ শতাংশ পাম ওয়েল উৎপাদিত হয় ইন্দোনেশিয়ায়।
সূত্র: পার্সটুডে