কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ নজরুল ইসলাম টিটু (৩৪) নামে একজনকে আটক করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার রাত ১০টার দিকে হলদিয়া পালং ইউনিয়নের
দক্ষিণ মরিচ্যা মধুঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।
এ সময় টিটুর কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা কার্তুজ, একটি মোবাইলসেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
টিটু উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল গ্রামের ছৈয়দ আহমদের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি বিল্লাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজারের দক্ষিণ মরিচ্যা মধুঘোনায় অপরাধমূলক কাজের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতিতে টের পেয়ে এক ব্যক্তি সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। ওই সময় তার দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধমূলক কাজ করতেই জব্দকৃত অস্ত্র ও গুলি তার হেফাজতে রেখেছিল বলে টিটু স্বীকার করেছে।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোরশেদ বলেন, টিটুর বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।