সিলেটে বানের পানিতে ভাসছে ১১ উপজেলার মৎস্য চাষিদের স্বপ্ন। সম্প্রতি সিলেটের ভয়াবহ বন্যায় ভেসে গেছে জেলার ৭ হাজার ২৫১টি পুকুরের মাছ। এতে ক্ষতি হয়েছে আনুমানিক ৬ কোটি ৭৪ লাখ টাকা। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
উজানের পাহাড়ি ঢল আর ঢানা বৃষ্টিতে গত ১১ মে থেকে সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়েছে জেলার প্রায় সবকটি উপজেলার বিভিন্ন অঞ্চল।
সিলেটের সুরমা নদীর পানি উপচে সিলেট নগরীও প্লাবিত হয়েছে। ডুবে গেছে ফসলের ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। অনেকের বাসাবাড়িতেও পানি ঢুকেছে। ইতোমধ্যে অনেকে পরিবার আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে।
জানা গেছে, সিলেটের ১৩টি উপজেলার মধ্যে ১১টি উপজেলায় ৮ হাজার ৩২২টি পুকুরে খামারিরা মাছ চাষ করেছেন। এগুলোর মধ্যে ৭ হাজার ২৫১টি পুকুর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পুকুরের মোট আয়তন ৮৫৪ দশমিক ৭০ হেক্টর। টাকার হিসাবে মোট ৬ কোটি ৭৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মৎস্য কার্যালয় জানিয়েছে, সিলেট জেলার মধ্যে সবচেয়ে বেশি পুকুরের মাছ ভেসে গেছে জকিগঞ্জ উপজেলায়। এ উপজেলায় ৩ হাজার ১০০টি পুকুরের মাছ ভেসে গেছে।
এরপর বেশি ক্ষতি হয়েছে গোয়াইনঘাট উপজেলায়। সেখানে ভেসে গেছে ২ হাজার পুকুরের মাছ।
অন্যান্য উপজেলার মধ্যে বিশ্বনাথে ১ হাজার ১৪০, সিলেট সদরে ৪৮০, কানাইঘাটে ১৮০, জৈন্তাপুরে ১১০ ও কোম্পানিগঞ্জে ৮০টি পুকুরের মাছ ভেসে গেছে।
বাকি উপজেলার মধ্যে গোলাপগঞ্জে ৫৯, বিয়ানীবাজারে ৪৮, বালাগঞ্জে ৪০ ও দক্ষিণ সুরমায় ১৪টি পুকুরের মাছ ভেসে গেছে। সবমিলিয়ে ১ হাজার ৩৩৭ মেট্রিক টন মাছ ও ১২১ মেট্রিক টন পোনা ভেসে গেছে। এছাড়া জেলার ওসমানীনগর ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাছচাষি নেই বলে জানা গেছে।
সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের ১৩ উপজেলায় ১১টিতে ৮ হাজার ৩২২টি পুকুরের মাছ বানের পানিতে ভেসে গেছে। এগুলোর মধ্যে ৭ হাজার ২৫১টি পুকুর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পুরের মোট আয়তন ৮৫৪ দশমিক ৭০ হেক্টর। টাকার হিসাবে মোট ৬ কোটি ৭৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।’