বন্দর নগরী চট্টগ্রামসহ সারাদেশে মুমূর্ষু রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার জন্য সড়কপথ, নৌপথ ও আকাশপথে আম্বুলেন্স সেবা থাকলেও নেই রেলপথ অ্যাম্বুলেন্স সেবা। বিশ্বের অনেক দেশেই এই রেল অ্যাম্বুলেন্স সেবা রয়েছে। এমনকি প্রতিবেশি দেশ ভারতেও রয়েছে উন্নত রেল অ্যাম্বুলেন্স সেবা। আশার কথা হলো, প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে চালু হতে যাচ্ছে এই রেল অ্যাম্বুলেন্স।
বাংলাদেশ রেলওয়ে প্রাথমিকভাবে রেলের একটি মিটারগেজ কোচে এই অ্যাম্বুলেন্স সেবা চালু করতে যাচ্ছে। এই রেল অ্যাম্বুলেন্সে থাকবে বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি আইসিইউ সুবিধা। স্কয়ার হাসপাতালের উদ্যোগে এই রেল অ্যাম্বুলেন্স সেবা বাস্তবায়ন হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘যেভাবে কোনো মুমূর্ষু রোগীকে সড়ক কিংবা এয়ার অ্যাম্বুলেন্সে করে সেবা দেয়া হয়, রেল সেভাবেই সেবা দেবে।প্রাথমিকভাবে একটা কোচে পরীক্ষামূলকভাবে করা হবে এবং সেটা চট্টগ্রামে করার পরিকল্পনা রয়েছে। বিমান, সড়ক এমনকি নৌপথেও এমন সুবিধা রয়েছে। কেবল রেলে ছিল না। এবার আমরা এই ব্যবস্থা যোগ করছি।’
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে রেল অ্যাম্বুলেন্স সেবা রয়েছে। প্রতিবেশি দেশ ভারতেও এই সেবা বিদ্যমান। এবার বাংলাদেশ রেলওয়ে এই রেল অ্যাম্বুলেন্স সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে। রেলে বিশেষ ধরনের অ্যাম্বুলেন্সের নকশা তৈরি এবং কোচ মডিফিকেশনের কাজ স্কয়ার হাসপাতাল ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে হচ্ছে। ইতোমধ্যে বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়তলিতে রেলওয়ে কারখানায় এয়ারব্রেক সম্বলিত কোচে মডিফিকেশন কার্যক্রম শুরু করেছে স্কয়ার হাসপাতাল। যদিও এখনও এ ব্যাপারে স্কয়ার হাসপাতালের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো লিখিত চুক্তি হয়নি, তবে খুব শিগগিরই উভয়পক্ষের মধ্যে লিখিত চুক্তি হবে। রেল অ্যাম্বুলেন্সের পরিকল্পনা অনুযায়ী-স্কয়ার হাসপাতাল যে নকশা প্রস্তাব করেছে, সেখানে তিনটি আইসিইউ, ইমার্জেন্সি ট্রিটমেন্ট ইউনিট, সংশ্লিষ্ট ইক্যুইপমেন্ট ইউনিট, চিকিৎসকদের চেম্বারসহ স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা রাখা হচ্ছে এই রেল অ্যাম্বুলেন্সে। বাংলাদেশ রেলওয়ে বহরে প্রথমবারের মতো যুক্ত হতে যাওয়া এই রেল অ্যাম্বুলেন্স পরিষেবায় একজন মুমূর্ষু রোগী একটি আইসিইউ অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা পান, তার সবই পাবেন এই রেল অ্যাম্বুলেন্সেও।
এ প্রসঙ্গে রেল অ্যাম্বুলেন্স এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী বলেন, ‘বিশ্বের অনেক দেশেই এই ব্যবস্থা রয়েছে। পাশের দেশ ভারতে মেডিকেল ট্রেন আছে, যেখানে অপারেশন থিয়েটারও রয়েছে। এবার বাংলাদেশ রেলওয়ে এমন একটি উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে আমরা মিটারগেজ একটি কোচেই হাসপাতাল কাম অ্যাম্বুলেন্স করার উদ্যোগ নিয়েছি। এটি যদি সফল হয়, তাহলে আরো মেডিকেল কোচ করব আমরা।’
তিনি বলেন, ‘রেল অ্যাম্বুলেন্সও এয়ার অ্যাম্বুলেন্সের মতো, অসুস্থ হওয়ার পর দ্রুত চিকিৎসার জন্য যেভাবে এয়ার অ্যাম্বুলেন্সে রোগীকে পরিবহন করা হয়, ঠিক সেভাবেই রেল অ্যাম্বুলেন্সও একই সেবা দেবে। এয়ার অ্যাম্বুলেন্সের মতো আমরাও ননস্টপ ট্রেনের মাধ্যমে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে পারব।’
তিনি আরো বলেন, ‘রেল অ্যাম্বুলেন্সের কোচটিতে বেড থাকবে, আইসিউ থাকবে, চিকিৎসক থাকবে। যে কেউ রেল অ্যাম্বুলেন্স ভাড়া নিতে পারবেন। প্রাথমিক পর্যায়ে এই রেল অ্যাম্বুলেন্স সেবাটা চট্টগ্রাম থেকে চালু করতে যাচ্ছি আমরা। এরইমধ্যে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ কাজও শুরু করেছে।’