টিভি নাটক ও বিজ্ঞাপন- এ দুটোই মূলত দীপা খন্দকারের ঘরদোর। নাটক ও বিজ্ঞাপনে বহুদিনের পথচলা তার। তবে বড় পর্দায় হাজির হতে সময় নিয়েছেন দুই দশকের বেশি। ২০১৮ সালে মুক্তি পায় দীপার প্রথম সিনেমা ‘ভাইজান এল রে’। এতে শাকিব খানের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন দীপা।
নাটকে অভিনয় করে ভালোই ছিলেন। তাই সিনেমা নিয়ে খুব বেশি ভাবনা ছিল না দীপার। তবে গত কয়েক বছরে সিনেমার চিন্তাও মাথায় ঢুকেছে। বিশেষ করে ‘ভাইজান এল রে’ মুক্তির পর বড় পর্দায় অনেক কাজের প্রস্তাব পাচ্ছেন। বর্তমানে সিনেমায়ও বেশ ব্যস্ত সময় পার করছেন দীপা। এরই মধ্যে শেষ করেছেন চারটি সিনেমার শুটিং।
দীপা খন্দকার জানিয়েছেন, মো. ইকবালের ‘রিভেঞ্জ’, শহীদ রায়হানের ‘মনোলোক’, কামরুজ্জামান রোমানের ‘মোনা’ ও সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ সিনেমার কাজ শেষ হয়েছে। প্রতিটি সিনেমাতেই তিনি থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। দীপা খন্দকার বলেন, ‘সিনেমায় কাজ শুরু করার কারণে ব্যস্ততা আগের চেয়ে বেড়ে গেছে।
নিয়মিত সিনেমার কাজ করলে সংসার, পরিবার, সন্তানকে সময় দেওয়া যায় না ঠিকমতো। তবে কাজ তো কাজই।’ দীপা খন্দকার ভীষণ পরিবারকেন্দ্রিক মানুষ। পরিবারে সময় দিয়ে যতটুকু সুযোগ পান, হাজির হন ক্যামেরার সামনে। সন্তানদের কষ্ট হবে, এ চিন্তায় বেশি দূরে শুটিংয়ে যান না। দীপা বলেন, ‘সংসার, সন্তানকে সময় দিয়েই কাজটা উপভোগ করতে চাই।
কারণ, পরিবার সবার আগে। কাজ অবশ্যই বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু কাজই যদি সবকিছুর ঊর্ধ্বে হয়ে যায়, তখন পরিবার গুরুত্বহীন হয়ে যায়। সেটা আমি চাই না।’ গত মা দিবসে একটি ডিটারজেন্ট লিকুইডের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন দীপা। ইসরার আহমেদ আদনানের বানানো ওই বিজ্ঞাপনে দীপার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
দীপা বলেন, ‘এ ধরনের গল্পনির্ভর বিজ্ঞাপনে কাজ করে আরাম পাই। শিল্পী হিসেবে নিজেকে খুঁজে পাওয়া যায় এসব কাজে।’ ঈদের লম্বা ছুটি কাটিয়ে গতকাল থেকে শুটিংয়ে ফিরেছেন দীপা। নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান অ্যাভিনিউ সিজন টু’ প্রচার হচ্ছে বাংলাভিশনে। এই নাটকেরই শুটিংয়ে গতকাল অংশ নিয়েছেন তিনি।
একই চ্যানেলে ইসমত আরা শান্তির পরিচালনায় ‘মেঘমালা’ নামে দীপার নতুন একটি ধারাবাহিকের প্রচার শুরু হয়েছে।